West Bengal Power Development Corporation (WBPDCL) এর তরফ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে স্টাফ নার্স এবং মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রার্থীদের কোনো রকম কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যে সমস্ত পরীক্ষার্থীরা নার্সিং কোর্স কমপ্লিট করেছেন তাদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ।
আসুন আজকের এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক যে কারা কারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে আবেদনের যোগ্যতা কি কি দরকার কিভাবে হবে ইন্টারভিউ সেই সমস্ত তথ্য দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে।
Medical Officer. ( Total Vacancy : 11 )
মেডিকেল অফিসার পদে নিয়োগের জন্য প্রার্থীর এমবিবিএস ডিগ্রী থাকতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে প্রার্থীর মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া অথবা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এর স্বীকৃত রেজিস্ট্রেশন থাকতে হবে।
বেতন : 56,100/-
Staff Nurse ( স্টাফ নার্স) ( 19)
স্টাফ নার্স পদে আবেদনের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে জি এন এম নার্সিং কোর্স কমপ্লিট করতে হবে। এক্ষেত্রে স্টাফ নার্স পদে আবেদনের জন্য প্রার্থীর রাজ্যের নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক।
বেতন : 29,000/-
বয়স সীমা( Age limit)
মেডিকেল অফিসার পদপ্রার্থী সর্বোচ্চ বয়সসীমা 36 বছর ।
স্টাফ নার্স পদে পদপ্রার্থী সর্বোচ্চ বয়সসীমা 32 বছর।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি
মেডিকেল অফিসার পদপ্রার্থী প্রার্থীদের 100 নম্বরের ইন্টারভিউ হবে।
স্টাফ নার্স পদে যে সমস্ত পদ প্রার্থী রয়েছেন তাদের 100 নম্বরের ইন্টারভিউ হবে সেক্ষেত্রে 40 নম্বর বরাদ্দ থাকবে উচ্চ মাধ্যমিক এবং নার্সিং কোর্সে প্রাপ্ত নম্বরের ওপর ।এছাড়া 25 নম্বর বরাদ্দ থাকবে কাজের অভিজ্ঞতার ওপর অর্থাৎ প্রার্থী কোর্স সম্পন্ন করার পর যদি কোথাও কাজ করে থাকেন সেক্ষেত্রে সেই প্রার্থী অগ্রাধিকার পাবেন। 15 নম্বর বরাদ্দ থাকবে ব্যক্তিগত ইন্টারভিউর ওপর। এইভাবে মোট 100 নম্বরের মধ্যে বিবেচনা করা হবে।
ইন্টারভিউর স্থান
10.12.2021 ( Friday) from 10.00 AM to 2.00 PM at Bidyut Unnayan Bhavan, Block- LA, Plot No- 3/c, Sector III , Bidhannagar, Kolkata 700 106.
প্রয়োজনীয় ডকুমেন্ট
আগ্রহী প্রার্থীদের উপরিক্ত ঠিকানায় নিম্নে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউর দিন উপস্থিত থাকতে হবে।
Required Documents
1) Must Filled Annexure - A
2) Two Copies Pasport Size photograph
3) Self attested copies of class X certificate( proof of age)
4) Educational certificates
5) Marks sheet of MBBS Degree
6) Registration Certificate issued by medical council of india
7) West Bengal Nursing Council and other relavant Certificate along with original testimonial
8) Experience Testimonial
9) Copy of Disability certificate ( if applicable)
10) Copy of cast certificate ( if applicable)
Interview Date | Click Here |
Official Website | Click Here |
Download Annexure - A | Click Here |
Download Official Notification | Click Here |