CTET 2021 Online Application
আপনারা যারা শিক্ষকতা সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। টেট পরীক্ষার নতুন আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলিতে শিক্ষকতার করার জন্য এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের তথা সমস্ত ভারতীয় নাগরিকরা এই আবেদন করতে পারবেন।
আসুন আজকের এই প্রতিবেদনে সম্পূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।
Central Teacher Eligibility Test (CTET)
এটিতে দুই ধরনের পরীক্ষা হয়। একটি হল পেপার I ও অন্যটি হল পেপার II ।
Paper I ক্লাস I থেকে V পর্যন্ত। আর Papaer II ক্লাস VI থেকে ক্লাস VII পর্যন্ত।
প্রত্যেকটা পরীক্ষার্থী উনাদের আবেদন যোগ্যতা অনুযায়ী যেকোনো একটি অথবা দুটো পরীক্ষাতেই আবেদন করতে পারেন।
আসুন দেখে নেওয়া যাক প্রত্যেকটি পরীক্ষায় আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি কি দরকার।
Papaer I :
Papaer I এর জন্য আবেদন করতে হলে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে অন্তত 45 শতাংশ নম্বর নিয়ে। তার সঙ্গে দু'বছরের d.el.ed কোর্স পাস করতে হবে।
যে সমস্ত পরীক্ষার্থীরা d.el.ed কোর্সের ফাইনাল ইয়ারে রয়েছেন তারাও কিন্তু এতে আবেদন করতে পারবেন।
অথবা
অন্তত 50 শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে চার বছরের B.El.Ed কোর্স পাস করতে হবে
অথবা
যে কোন শাখায় স্নাতক পাস সঙ্গে দু'বছরের d.el.ed কোর্স পাস করতে হবে ।
Paper- II:
যেকোনো শাখায় স্নাতক পাশ, সঙ্গে ২ বছরের D.El.Ed কোর্স পাশ করে থাকতে হবে।
অথবা
অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক পাশ, সঙ্গে ১ বছরের B.Ed কোর্স পাশ করে থাকতে হবে।
Central Teacher Eligibility Test (CTET) Important Dates
Application Starts Date | 20.09.2021 |
Last Date of Online Application | 19.10.2021 |
Last Date Of Fees submission | 20.10.2021 |
Date Of Examination | 16.12.2021 to 13.01.2022 |
Mode Of Application | Online |
আবেদন পদ্ধতি-
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর ও একটি ইমেল আইডি থাকতে হবে। আবেদন করার সময় প্রার্থীর ছবি এবং সই স্ক্যান করে আপলোড করতে হবে। স্ক্যান করা ছবির সাইজ (৩.৫ x ৪.৫) হতে হবে ১০- ১০০ কেবির মধ্যে। স্ক্যান করা সই -এর সাইজ হতে হবে ৩- ৩০ কেবির মধ্যে। ctet.nic.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
Application Fees ( Paper I or Paper II ) | Gen/ OBC – 1000, SC/ST/ PWD - 500 |
Application fees ( For Both Paper I & Paper II ) | Gen/ OBC – 1200, SC/ST/ PWD - 600 |
Method of Submission of Online Application Form:
STEP1: Logon to CTET officialwebsite https://ctet.nic.in.
STEP 2: Go to the link “Apply Online”and open the same.
STEP3: Fill in the Online Application Form and note down Registration No./Application No.
STEP4: UploadScanned Images oflatestPhotograph andSignatur.
STEP5: PayExamination Fee by e-challan or debit/credit cardand net banking.
STEP6: Print Confirmation page forrecord and future reference.
পরীক্ষার সিলেবাস
Paper I | i) Child Development and Pedagogy (compulsory): 30 Marks ii) Language I (compulsory): 30 Marks iii) Language II (compulsory): 30 Marks iv) Mathematics: 30 Marks v) Environmental Studies: 30 Marks |
Papaer | Child Development & Pedagogy (compulsory): 30 Marks ii) Language I (compulsory): 30 Marks iii) Language II (compulsory): 30 Marks iv) Mathematics and Science (for Mathematics and Science teacher): 60 Marks OR, Social Studies/Social Science (for Social Studies/Social Science teacher): 60 Marks মোট ১৫০ নম্বরের পরীক্ষা। সময়সীমা ২ ঘন্টা ৩০ মিনিট। |
CBT Test Schedule
16-12-2021 to 13-01-2022
SHIFT- I
09.30 AM TO 12.00 NOON – Computer Basted Test (CBT) Mode only.
SHIFT- II
02.30 PM TO 05.00 PM - Computer Basted Test (CBT) Mode only.
Official Notification Download | Click Here |
Online Application Link | Click Here |
All Jobs Updates | Click Here |