Bengali General Knowledge MCQ . Here you will get Various General Knowledge questions answers with Current Affairs (CA) for any kind of exam. Competitive exam GK questions answers in Bengali.

1) ভারতের প্রথম উপগ্ৰহ কোনটি ?

A. বিমলা

B. অপলা

C. রোহিনী

D. আর্যভট্ট

আর্যভট্ট

2) ILO এর প্রধান দপ্তর কোথায়?

A. রোম

B. নিউইয়র্ক

C. প্যারিস

D. জেনেভা

জেনেভা

3) অলিম্পিকের পতাকায় কটি বৃত্ত আছে?

A. 7

B. 6

C. 5

D. 4

5

4) ভারতের কোন রাজ‍্যে প্রথম সূর্যোদয় হয় ?

A. অরুনাচল প্রদেশ

B. মিজোরাম

C. মণিপুর

D. নাগাল‍্যান্ড

অরুনাচল প্রদেশ

5) পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ‍্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন ?

A. বেহালা

B. সেতার

C. বাঁশি

D. তবলা

সেতার

6) কোন অঞ্চল কে আরবসাগরের রানি বলা হয়?

A. কিউবা

B. কোচিন

C. হোয়াংহো

D. ফিনল্যান্ড

কোচিন

7) কোনটি ভারতের দীর্ঘতম সেচখাল?

A. যমুনা খাল

B. শিরহান্দ খাল 

C. ইন্দিরা গান্ধী খাল। 

D. উচ্চ বাড়ি দোয়াব খাল। 

ইন্দিরা গান্ধী খাল

8) বিশ্বের বৃহত্তম মরুভূমি__

A. থর মরুভুমি

B. সাহারা মরুভুমি

C. গোবি মরুভুমি

D. সোনোরান মরুভুমি

সাহারা মরুভুমি

9) কেন্দ্রীয় ধান গবেষনারগারটি কোথায় অবস্থিত?

[A] চেন্নাই

[B] বেঙ্গালুরু

[C] কোলকাতা

[D] কটক

কটক

10) কোন দেশকে “উদীয়মান সূর্যের দেশ” বলা হয়?

[A] রাশিয়া

[B] জাপান

[C] চীন

[D] অস্ট্রেলিয়া

জাপান

11) ভারতের গোলাপি শহর বলা হয়__

[A] কর্ণাটক

[B] জয়পুর

[C] কোলকাতা

[D] মানালি

জয়পুর

12) কিস্তওয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

A. ঝাড়খণ্ড

B. জম্মু ও কাশ্মীর 

C. উত্তরাখণ্ড

D. হিমাচলপ্রদেশ

 জম্মু ও কাশ্মীর 

13) কোন কেন্দ্রীয় মন্ত্রী ‘G20 Environment Ministerial Metting 2021’ -এ ভারতের প্রতিনিধিত্ব করেন?

A. মনসুখ মান্ডবীয়া

B. ভূপেন্দ্র যাদব

C. পুরুষোত্তম রূপলা

D অশ্বিনী বৈষ্ণব

ভূপেন্দ্র যাদব

14) কোন প্রথম ভারতীয় অলিম্পিকে 1996 সালের পর টেনিস সিঙ্গেলস ম্যাচ জিতেছে?

A. চিরাগ শেট্টি

B. অঙ্কিতা রায়না

C.সানিয়া মির্জা

D. সুমিত নাগাল

সুমিত নাগাল

15) UNESCO দ্বারা “Ramappa Temple” ভারতের 39তম ওয়ার্ল্ড হেরিটেজ তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। এটি কোন রাজ্যে অবস্থিত?

A. তামিলনাড়ু

B. কেরালা

C. তেলেঙ্গানা

D. কর্ণাটক

তেলেঙ্গানা

16) নিচের কোন রাজ্যের সঙ্গে, পশ্চিমবঙ্গের সীমান্ত ভাগ পরে না?

A. আসাম 

B. বিহার 

C. উড়িষ্যা 

D. মেঘালয় 

মেঘালয় 

17) সারা ভারতে, বিধান চন্দ্র রায়ের স্মৃতিতে “Doctors’ Day” কবে পালিত হয়? 

A. ১ লা এপ্রিল 

B. ১ লা মে 

C. ১ লা জুন 

D. ১ লা জুলাই 

18) পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর কোনটি?

A. সিডনি 

B. বেজিং 

C. নিউইয়র্ক 

D. টোকিও 

নিউইয়র্ক 

19) কোন বাঙালি গ্রন্থকার “আনিলা দেবী” ছদ্মনাম ব্যবহার করতেন?

A. প্রতিভা বসু 

B. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

C. কমল মজুমদার 

D. রাধারানী দেবী 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

20) ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে?

A. প্রথম অধ্যায়

B. দ্বিতীয় অধ্যায়

C. তৃতীয় অধ্যায়

D. চতুর্থ অধ্যায়

তৃতীয় অধ্যায়