পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি বিভাগের অন্তর্গত ITI (আইটিআই) কোর্সের 2022 এর ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

আজকের এই প্রতিবেদনে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি 2022 এ ITI কোর্সের ভর্তির জন্য কিভাবে আবেদন করতে হবে, কারা আবেদন করতে পারবে, আবেদনের বয়সসীমা কত এবং তার সঙ্গে আলোচনা করব আবেদনের শেষ তারিখ।

তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর ITI M অথবা E গ্রুপে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমাদের এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখে নাও সমস্ত সঠিক তথ্য পেতে।

Age Limit ( বয়স সীমা)

আবেদন প্রার্থীর নূন্যতম বয়স হতে হবে 14 বছর 1.08.2022 এরমধ্যে।

এক্ষেত্রে আবেদনের জন্য প্রার্থীর কোন বয়সের উর্ধ্বসীমা থাকছে না।

Academic Qualifications ( শিক্ষাগত যোগ্যতা)

ITI কোর্সটি মূলত দুটি গ্রুপে বিভক্ত M ও E গ্রুপ।

M গ্রুপ এর জন্য প্রার্থীকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

E গ্রুপের জন্য পরীক্ষার্থীকে অষ্টম শ্রেণী পাস হতে হবে।

Note : যদি কোনো পরীক্ষার্থী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় গণিত ( Mathematics)ও বিজ্ঞান (Physical Science)বিষয় ছাড়া পাস করে থাকেন তাহলে সেই পরীক্ষার্থী উপরিক্ত Course গুলির জন্য গণ্য হবেন না।

ITI Admission 2022 Complete Information
Official Websitehttps://scvtwb.in/
Application Starts Date28.02.2022
Application Last Date31 st May,2022
Age Limit14 years as on 01.08.2022
Mode of ApplicationOnline

Selection Process ( প্রার্থী বাছাই পদ্ধতি)

M ও E উভয় গ্রুপের জন্যই কোন এন্ট্রান্স এক্সাম হবে না সেক্ষেত্রে সমতুল্য পরীক্ষায় নম্বরের ভিত্তিতে এই কোর্সের ভর্তি হবে।

Application Process

Online

Application Fees

• পুরুষ দের জন্য : 200 টাকা

• মহিলাদের জন্য: 100 টাকা

Application Dates

আবেদন শুরু হয়েছে 28.02.2022 থেকে

আবেদনের শেষ সময় : Last week of May ( Tentatively).

গুরুত্বপূর্ণ তথ্য

যে সমস্ত পরীক্ষার্থীরা এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছে তাদের রেজাল্ট বের হবার পর আলাদা করে ITI কোর্সে ভর্তির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

To Know Details Information Click HERE