Life Science questions answers for GNM & ANM 2022 Entrance Exam.
Life Science MCQ Questions & Answers for competitive exam. Class 10 Life Science MCQ. Class 9 Life science Mcq.
This is collection of important biology/ life science questions for competitive Exam like rail,SSC,PSC,Bank & Entrance exam like GNM & ANM Entrance. Here We are going to give you lots of fully solved biology / life science general knowledge aptitude question that has been asked frequently in several exams. This questions will increase your subject knowledge in depth. It will also be helpful for upcoming competitive exams or entrance tests.
1) নিম্নলিখিত গ্রন্থি গুলির মধ্যে কোন গ্রন্থটি অন্তক্ষরা গ্রন্থি
A) লালাগ্রন্থি
B) যকৃৎ
C) অশ্রুগ্রন্থি
D) থাইরয়েড
Ans: D
2) নিচের কোন গ্রন্থি থেকে ACTH নিঃসৃত হয়?
A) অ্যাড্রিনাল গ্রন্থি
B) থাইরয়েড গ্রন্থি
C) অগ্নাশয় আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
D) পিটুইটারি
Ans: D
3) নিম্নলিখিত গ্রন্থি গুলির মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি বলে পরিচিত?
A) থাইরয়েড
B) পিটুইটারি
C) অগ্নাশয়
D) যকৃৎ
Ans: C
4) নিচের কোন গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয়?
A) থাইরয়েড
B) পিটুইটারি
C) আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
D) অ্যাড্রিনাল গ্রন্থি
Ans: C
5) কাইনিন হলো?
A) প্রাণী হরমোন
B) রেচন পদার্থ
C) উদ্ভিদ হরমোন
D) উৎসেচক
Ans: C
6) নিম্নলিখিত কোনটি কৃষি ক্ষেত্রে আগাছা নির্মূল করতে ব্যবহৃত হয়?
A) জিব্বেরেলিন
B) 2-4D
C) কাইনিন
D) অক্সিন
You Tube Channel : Techno Pedia LIVE Website : technopedialive.com |
Ans: B
7) নিম্নলিখিত কোন হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে?
A) GTH
B) STH
C) TSH
D) ACTH
Ans : D
8) শুক্রাশয় একটি
A) বহিক্ষরা গ্রন্থি
B)অন্তক্ষরা গ্রন্থি
C)মিশ্র গ্রন্থি
D)কোনোটিই নয়
ANS: C
9) থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এর উৎস টি হলো?
A) থাইরয়েড
B) পিটুইটারি
C) পিটুইটারি অগ্রভাগ
D)থাইমাস
Ans: c
10) কোন হরমোন ব্যাঙাচি রুপান্তরে সহায়তা করে?
A) STH
B) থাইরক্সিন
C) ইনসুলিন
D) অ্যাড্রিনালিন
Ans: B
11) নিম্নলিখিত কোনটি একটি লোকাল হরমোন
A) টেস্টোস্টেরন
B) প্রোজেস্টেরন
C) অ্যালডোস্টেরন
D) কোনোটিই নয়
Ans: A
12) ভ্রান্মুকুল আবরণী থেকে পাওয়া যায় নিম্নলিখিত কোন হরমোনটি?
A) IAA
B) GA
C) কাইনিন
D) ফ্লোরিজেন
Ans: A
13) নিম্নলিখিত কোনটির অভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়
A) ইনসুলিন
B) থাইরক্সিন
C) গ্লুকাগন
D) অ্যাড্রিনালিন
Ans : A
14) ডাবের জল থেকে পাওয়া যায় যে হরমোনটি হল
A) অক্সিন
B) কাইনিন
C) জিব্বেরেলিন
D) ইথিলিন
Ans: B
15) একটি গ্যাসীয় হরমোন হল
A) STH
B) অক্সিন
C) কাইনিন
D)ইথিলিন
Ans : D
16) নিচের কোনটি স্টেরয়েড হরমোন নয়
A) STH
B) ইস্ট্রোজেন
C) প্রজেস্টেরন
D) টেস্টোস্টেরন Ans: A
17) জীবদেহে রাসায়নিক সমন্বয় সাধন করে
A) উৎসেচক
B) স্নায়ু
C) হরমোন
D) ভিটামিন
Ans : C
18) নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন কোনটি
A) অক্সিন
B) জিব্বেরেলিন
C) কাইনিন
D) থাইরক্সিন
Ans: B
19) থাইরক্সিন এর কম খরনে শিশুদের মধ্যে যে রোগটি হয় তা হল
A) গয়টার
B) ক্রিটিনিজম
C) গ্রীভস রোগ
D) বামনত্ব
Ans : B
20) নিম্নলিখিত কোন হরমোনটি বিএমআর(BMR) বৃদ্ধি করে
A) ইনসুলিন
B) অ্যাড্রিনালিন
C) থাইরক্সিন
D) STH
Ans: C
21) ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে কোন হরমোন
A) থাইরক্সিন
B) গ্লুকাগন
C) ইস্ট্রোজেন
D) TSH
Ans: A
22) কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়
A) অ্যাড্রিনালিন
B) থাইরক্সিন
C) পিটুইটারি
D) ডিম্বাশয়
Ans: C
23) নিচের কোনটি একটি ট্রপিক হরমোন
A) থাইরক্সিন
B) অক্সিন
C) অ্যাড্রিনালিন
D) ACTH
Ans: D
24) নিম্নলিখিত কোন হরমোনটি বৃক্কনালী পূর্ণ শোষণে সাহায্য করে
A) অ্যাড্রিনালিন
B) ADH
C) ACTH
D) GTH
Ans: B
25) নিচের কোনটি একটি স্টেরয়েড হরমোন
A) থাইরক্সিন
B) রিলাক্সিন
C) প্রোজেস্টেরন
D) ইস্ট্রোজেন
Ans: C
26) ক্লোরোফিল বিনষ্টকরণ রোধ করে যে হরমোন
A) অক্সিন
B) জিব্বেরেলিন
C) ফ্লোরিজেন
D) কাইনিন
Ans: D
27) ডায়াবেটিস ইনসিপিডাস রোগটি হয় যে হরমোনের অভাবে
A) ACTH
B) GTH
C) ADH
D) থাইরক্সিন
Ans: C
28) রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে কোন হরমোন তা কমাতে সাহায্য করে
A) থাইরক্সিন
B) ইনসুলিন
C) অ্যাড্রিনালিন
D) গ্লুকাগন
Ans: B
29) যে হরমোনের অধিক ক্ষরণে কুশিং বর্ণিত রোগ হয় তা হল
A) ADH
B) ACTH
C) STH
D) GTH
Ans: B
30) নিচের কোনটি নিউরোট্রান্সমিটার নয়
A) অ্যাড্রিনালিন
B) নর অ্যাড্রিনালিন
C) অ্যাসিটাইল কোলিন
D) এস টি এইচ ( STH)
Ans: D
31) নিচের কোনটি একটি বহিক্ষরা গ্রন্থি
A) পিটুইটারি
B) যকৃৎ
C) অগ্ন্যাশয়
D) থাইরয়েড
Ans: B
32) মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে যে হরমোন সেটি হল
A) ADH
B) ACTH
C) GTH
D) STH
Ans: A
33) যে বিজ্ঞানী হরমোন নামকরণ করেন
A) বেলিজ
B) স্টার্লিং
C) কোন
D) বেলিস ও স্টার্লিং
Ans: D