Life Science MCQ Questions & Answers for competitive exam. Class 10 Life Science MCQ.

This is collection of important biology/ life science questions for competitive Exam like rail,SSC,PSC,Bank & Entrance exam like GNM & ANM Entrance. Here We are going to give you lots of fully solved biology / life science general knowledge aptitude question that has been asked frequently in several exams. This questions will increase your subject knowledge in depth. It will also be helpful for upcoming competitive exams or entrance tests.

  1. উদ্ভিদের বিটপ অংশ আলোর দিকে বেঁকে যায়, এটি হলো

(ক) পজিটিভ ফটোট্রপিক

(খ) ফটো ট্যাকটিক

(গ) ফটোন্যাস্টিক

(ঘ) প্রকরণ চলন

(ক) পজিটিভ ফটোট্রপিক

2. নিম্নলিখিত কোন্ জীবে অ্যামাইটোসিস ঘটে?

[A] হাইড্রা   

[B] মানুষ

[C] অ্যামিবা   

[D] ফার্ন

[C] অ্যামিবা

3.  দ্বি-বিভাজন দেখা যায়—

[A] তারা মাছ   

[B]অ্যামিবা

[C] ব্যাঙ   

[D] সবকটিতে

[B] অ্যামিবা

4. পুরুষ ও স্ত্রীর গৌণ যৌন লক্ষণগুলি প্রকাশ পায়—

[A] শৈশবে   

[B] বয়ঃসন্ধিকালে   

[C] পরিণত বয়সে

[D] বার্ধক্যে কালে

[B] বয়ঃসন্ধিকালে

5. কুইনাইন কোন রোগের ওষুধ –

a. অ্যাজমা

b. নিউমোনিয়া

c. টাইফয়েড

d. ম্যালেরিয়া

d) ম্যালেরিয়া

6. কোনটি ভারতীয় হটস্পট নয় ?  

a. পূর্বহিমালয়

b. ইন্দোবাৰ্মা

c. পশ্চিমঘাট

d. সুন্দরবন

 সুন্দরবন

7. মেন্ডেলের প্রথম সূত্রটি হল –

a. প্রকটতার সূত্র

b. স্বাধীন সঞ্চারনের সূত্র

c. পৃথকভবনের সূত্র

d. কোনোটিই সঠিক নয়

পৃথকভবনের সূত্র

8. পুরুষের সেক্স ক্রোমোজোম কোনটি ? –

    a. XX

    b. YY

    c. XY

    d. কোনোটিই সঠিক নয়

XY

9. কোশ আবিষ্কার করেন—

    (a)লিউয়েন হক

    (b) রবার্ট হুক

    (c) রবার্ট ব্রাউন

    (d) ক্যামিলো গলগি।

রবার্ট হুক

10. নীচের কোন্‌টি প্রোক্যারিওটিক কোশ নয়?—

    (a)মাইকোপ্লাজমা

    (b) অ্যানাবিনা

    (c)অ্যামিবা 

    (d)ব্যাকটেরিয়া।

অ্যামিবা 

11. কোটির মানুষের নিষ্ক্রিয় অঙ্গ-

[A] অ্যাপেনডিক্স    

[B] কোলন

[C] পাকস্থলী    

[D] মলাশয়

 অ্যাপেনডিক্স

12. পায়রার বায়ুথলীর সংখ্য

[A] 9টি    

[B] 12টি

[C] 23টি    

[D] 7টি।

 9টি

13. ঘোড়ার প্রাচীনতম জীবাশ্মটি হলাে—

[A] প্লাওহিপ্পাস     

[B] ইওহিপ্পাস

[C] মেরি চিহিপ্পাস    

[D] ইকুয়াস

ইওহিপ্পাস

14. বায়ােজেনেটিক সূত্র প্রবর্তন করেন

 [A] ওডাম    

[B] স্মিথ

[C] স্ট্যানলে    

[D] মিলার

 [D] মিলার

15. উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন টি হল

(ক) অক্সিন

(খ) থাইরক্সিন

(গ) জিব্বেরেলিন

(ঘ) সাইটোকাইনিন

(ক) অক্সিন

16. বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমাকে বলে–

(a)এরেনকাইমা

(b) প্রোসেনকাইমা

(c)ইডিওব্লাস্ট

(d) ক্লোরেনকাইমা।

এরেনকাইমা

17. এরেনকাইমা দেখা যায়–

(a) হাইড্রোফাইটে

(b)হ্যালোফাইটে

(c) জেরোফাইটে

(d)মেসোফাইটে।

হাইড্রোফাইটে

18. ফ্লোয়েমের একটি উদাহরণ হল—

(a)কাষ্ঠল তন্তু

(b) বাস্ট তন্তু

(c) ট্যাকিয়া

(d)ট্র্যাকিড।

বাস্ট তন্তু

19. একটি সংযোগী কলা হল—

(a) স্নায়ু

(b)সিনসাইটিয়াম

(c) ত্বক কলা

(d) তরুণাস্থি।

20. কখনোই অবসাদ ঘটে না—

(a) সরেখ

(b)অরেখ

(c) অমসৃণ

(d) হৃৎপেশির।

হৃৎপেশির

21. প্রোটিনের ক্ষুদ্রতম অংশকে কী বলে ?

(a)নিউক্লিক অ্যাসিড

(b) অ্যামিনো অ্যাসিড

(c)ফ্যাটি অ্যাসিড

(d)গ্লিসারল

অ্যামিনো অ্যাসিড

22. কোশদেহ থাকে

(a) নেফ্রনে

(b)নিউরোগ্লিয়ায়

(c) নিউরোনে

(d) অ্যাক্সনে

23. মানুষের রক্তে রক্তরস থাকে-

(a) 35%

(b)45%

(c) 55%

(d)65%

55%

24. ফোটোলাইসিস প্রক্রিয়ায় কোনটি ঘটে?

(a) সূর্যালোেক 7টি বর্ণে ভেঙে যায়

(b)ক্লোরোফিল সক্রিয় হয়

(c)শোষিত জল H+ ও OH এ ভেঙে যায়

(d)ক্লোরোফিল সক্রিয় হয় ও জল H+ ও OH -এ ভেঙে যায়।

ক্লোরোফিল সক্রিয় হয় ও জল H+ ও OH -এ ভেঙে যায়

25. আরশোলার হৃৎপিণ্ডটি কয়টি প্রকোষ্ঠযুক্ত?

(a) 3টি

(b)4টি

(c)10টি

(d)13টি

13টি