Life Science MCQ Questions & Answers for competitive exam. Class 10 Life Science MCQ.
This is collection of important biology/ life science questions for competitive Exam like rail,SSC,PSC,Bank & Entrance exam like GNM & ANM Entrance. Here We are going to give you lots of fully solved biology / life science general knowledge aptitude question that has been asked frequently in several exams. This questions will increase your subject knowledge in depth. It will also be helpful for upcoming competitive exams or entrance tests.
- রক্তে RBC-এর পরিমাণ বেড়ে যাওয়াকে -
(a)ওলিগোসাইথিমিয়া
(b)পলিসাইথিমিয়া
(c)অ্যানিমিয়া
(d) লিউকোপিনিয়া
ওলিগোসাইথিমিয়া
2. সিরামে অনুপস্থিত উপাদানটি হল—
(a)ফাইব্রিনোজেন
(b) অ্যালবুমিন
(c) গ্লোবিউলিন
(d) বিলিরুবিন
অ্যালবুমিন
3. হিমোসিল-যুক্ত প্রাণীটি হল—
(a) কেঁচো
(b)আরশোলা
(c) মানুষ
(d) মাছ
আরশোলা
4. চিংড়ির রক্তের শ্বাসরঙ্গকের নাম-
(a)হিমোগ্লোবিন
(b) হিমোসায়ানিন
(c)মায়োগ্লোবিন
(d)হিমোএরিথ্রিন
হিমোসায়ানিন
5. অ্যান্টিবডি উৎপাদনকারী রক্তকণিকা হল—
(a) RBC
(b) অণুচক্রিকা
(c) নিউট্রোফিল
(d) B লিম্ফোসাইট
B লিম্ফোসাইট
6. কোন্টিতে DNAথাকে-
(a)মাইটোকনড্রিয়া
(b)রাইবোজোম
(c) সেন্ট্রোজোম
(d) গলগিবডি
মাইটোকনড্রিয়া
7. মলটোজ একপ্রকার –
(a) মনোস্যাকারাইড
(b)ডাইস্যাকারাইড
(c) অলিগোস্যাকারাইড
(d)পলিস্যাকারাইড।
ডাইস্যাকারাইড
8. ব্যাকটেরিয়া কোশপ্রাচীরের প্রধান উপাদান হল
(a) সেলুলোজ
(b) পেকটিন
(c)হেমিসেলুলোজ
(d) পেপটাইডোগ্লাইকান।
পেপটাইডোগ্লাইকান
9. হিল বিকারক হল-
(a) ADP
(b) ATP
(c)RuBP
(d)NADP
NADP
10. উৎসেচকের মধ্যে জৈব অণুটি হল—
(a)প্রোটিন
(b) শর্করা
(c) ফ্যাট
(d) ভিটামিন।
প্রোটিন
11. কোন্ জোড়টি সঠিক নয়?—
(a)নিউক্লিয়াস—কোশের মস্তিষ্ক
(b) মাইটোকনড্রিয়া— কোশের শক্তিঘর
(c)ক্লোরোপ্লাস্ট – কোশের রান্নাঘর
(d)লাইসোজোম – ক্ষরণকারী দানা।
লাইসোজোম – ক্ষরণকারী দানা।
12. কোন্টি ভ্যাকুওলের কাজ নয়? –
(a)সঞ্চয়
(b) কোশ রসস্ফীতি ও যান্ত্রিক দৃঢ়তা প্রদান
(c) বর্জ্যপদার্থ নির্গমন
(d) গমন।
গমন।
13. কোনো কোশের ভেতর লাইসোজোমগুলি ফেটে গেলে কী ঘটবে?–
(a)কোশটির আয়তন কমে যাবে
(b)কোশটির আয়তন বেড়ে যাবে
(c)কোশটি অপরিবর্তিত থাকবে
(d) কোশটি মারা যাবে।
কোশটি মারা যাবে।
14. নীচের কোনটি মাছের জোড় পাখনা ?
a. পৃষ্ঠ পাখনা
b. পায়ু পাখনা
c. বক্ষ পাখনা
d. পুচ্ছ পাখনা
বক্ষ পাখনা
15. পায়রার ডানায় বড়ো পালকের (রেমিজেস) সংখ্যা কটি ?
a. 23 টি
b. 12 টি
c. 10 টি
d. 22 টি
23 টি
16. ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন ?
a. ইথিলিন
b. ফ্লোরিজেন
c. কাইনিন
d. অক্সিন
ফ্লোরিজেন
17. স্ত্রীলোকদের স্তনগ্রন্দ্বির বিকাশ ঘটায় কোন হৱমোন ?
a. STH
b. থাইরক্সিন
c. ইস্ট্রোজেন
d. প্রোজেস্টেরন
প্রোজেস্টেরন
18. ফ্ল্যাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ ?
a. আরশোলা
b. মাছ
c. ইউগ্লিনা
d. প্যারামিসিয়াম
ইউগ্লিনা
19. যে ভিটামিনের অভাবে মানবদেহে স্কার্ভি রোগ হয়, সেটি হল
A) ভিটামিন A
B) ভিটামিন B
C) ভিটামিন C
D) ভিটামিন D
ভিটামিন C
20. নীচের কোন রোগটি ব্যাক্টেরিয়া দ্বারা সৃষ্টি হয় না?
A) ডিপথেরিয়া
B) কলেরা
C) টাইফয়েড
D) ইনফ্লুয়েঞ্জা
ইনফ্লুয়েঞ্জা
21. কুকুর কামড়ালে ___ রোগটি হতে পারে
A) ম্যালেরিয়া
B) কালাজ্বর
C) ডিপথেরিয়া
D) জলাতঙ্ক
জলাতঙ্ক
22. মটর গাছের আকৰ্ষ প্রকৃত পক্ষে রূপান্তরিত
A) ফুল
B) কান্ড
C) পাতা
D) স্টিপিউল
পাতা
23. M-দশার কয়টি ভাগ?
A) 4
B) 3
C) 2
D) 6
A) 4
24. শিশুদের হাঁটতে শেখা কী ধরনের প্রতিবর্ত ?
A) জটিল প্রতিবর্ত
B) সহজাত প্রতিবর্ত
C) অভ্যাসগত প্রতিবর্ত
D) কোনটিই নয়
C) অভ্যাসগত প্রতিবর্ত
25. জমির উর্বরতা বৃদ্ধিতে কোন ধরনের ব্যাকটিরিয়া কাজে লাগে?
A) সিউডোমোনাস
B) ট্রাইকোডারমা
C) অ্যাজোটোব্যাক্টর
D) মাইক্রোকক্কাস
অ্যাজোটোব্যাক্টর