Life Science MCQ Questions & Answers for competitive exam. Class 10 Life Science MCQ. Class 9 Life science Mcq.

This is collection of important biology/ life science questions for competitive Exam like rail,SSC,PSC,Bank & Entrance exam like GNM & ANM Entrance. Here We are going to give you lots of fully solved biology / life science general knowledge aptitude question that has been asked frequently in several exams. This questions will increase your subject knowledge in depth. It will also be helpful for upcoming competitive exams or entrance tests.

Life Science MCQ Set : 05

1. কোশপর্দা হল–

(a) অভেদ্য

(b) প্রভেদক ভেদ্য

(c)ভেদ্য

(d) অর্ধভেদ্য।

প্রভেদক ভেদ্য

2. সালেক্সংশ্লেষ প্রক্রিয়ায় হিল বিকারকটি হল

A) NADP

B) সূর্যালোক

C) ADP

D) ATP

 NADP

3. নীচের কোন্‌ খাদ্য থেকে ভিটামিন B3 পাওয়া যায় ?

A) লেবু

B) উদ্ভিজতেল

C) ঢেঁকিছাঁটা চাল

D) সামুদ্রিক মাছ

ঢেঁকিছাঁটা চাল

4. নীচের কোনটি অ্যান্টিভিটামিন?

A) মিথাইল কোবালামিন

B) সায়ানোকোবালামিন

C) অ্যাভিডিন

D) আর্গোস্টেল

অ্যাভিডিন

5. কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত?

A) 2 : 1

B) 1 : 2

C) 3 : 1

D) 1 : 3

 2 : 1

6. মানবদেহের সবচেয়ে ছোটো পেশি কোনটি?

A) হৃদপেশি

B) সিলিয়ারি

C) ম্যাসেটর

D) ভেলটয়েড

সিলিয়ারি

7. মাস্ট কোশ যে কলাতে পাওয়া যায় তার নাম কী ?

A) স্নায়ু কলা

B) আবরণী কলা

C) যোগ কলা

D) অস্থি কলা

যোগ কলা

8. বায়ুপূর্ন প্যারেনকাইমা কোশকে বলে

A) ইডিওব্লাস্ট

B) এরেনকাইমা

C) ক্লোরেনকাইমা

D) প্রসেনকাইমা

এরেনকাইমা

9. বংশগতির একক হচ্ছে

A) নিউক্লিয়াস

B) ক্রোমোজোম

C) নিউক্লিওটাইড

D) জিন

জিন

10. দুর্ঘটনাতে একজন ব্যক্তির হাতের দুটি দীর্ঘ অস্থির স্থানচ্যুতি ঘটল। এটিতে ভাঙন ঘটেছে—

(a)টেনডন

(b) অস্থি

(c) লিগামেন্ট

(d) অ্যারিওলার।

লিগামেন্ট

11. স্নায়ুকোশের শাখাবিহীন প্রবর্ধকের নাম

(a)ডেনড্রন

(b) ডেনড্রাইট

(c) অ্যাক্সন

(d)মায়েলিন সিদ্‌।

অ্যাক্সন

12. মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং স্নায়ুতে থাকে

(a)পেশিকলা

(b) আবরণী কলা

(c) স্নায়ুকলা

(d)যোগকলা

স্নায়ুকলা

15. এক গ্রাম প্রোটিন থেকে শক্তি পাওয়া যায়।

(a) 4.0 kcal

(b)4.1 kcal

(c) 9.3kcal

(d)9.1 kcal

4.1 kcal

16. 1 গ্রাম ফ্যাট থেকে শক্তি পাই-
(a)14 Kcal

(b) 4.1Kcal

(c) 9.3Kcal

(d)7.3Kcal

9.3Kcal

17. অম্লবৃষ্টির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে –

(a) কাঠের তৈরি ঘরবাড়ি

(b) কাচের তৈরি শিল্পদ্রব্য

(c) মার্বেলের তৈরি স্থাপত্য নিদর্শন

(d) পোর্সেলিনের তৈরি দ্রব্যসামগ্রী।

মার্বেলের তৈরি স্থাপত্য নিদর্শন

18. COD এর সাহায্যে মাপা হয় –

(a) বায়ুদূষনের মাত্রা

(b) জলদূষনের মাত্রা

(c) মৃত্তিকাদূষনের মাত্রা

(d) শব্দদূষনের মাত্রা

জলদূষনের মাত্রা

19. রক্তচাপ মাপার যন্ত্রের নাম

A) ব্যারোমিটার

B) স্ফিগমোম্যানোমিটার

C) টোনোমিটার

D) কোনটিই নয়

স্ফিগমোম্যানোমিটার

20. হিমোগ্লোবিনের কাজ হল

A) অক্সিজেন পরিবহন করা

B) ব্যাকটেরিয়া ধ্বংস করা

C) রক্তাল্পতা রোধ করা

D) শক্তির ব্যবহার করা

অক্সিজেন পরিবহন করা

21. রক্তের কোন্ উপাদানটি অ্যালার্জি প্রতিরোধ করে

A) প্লাজমা

B) আরবিসি

C) ইউসিনোফিল

D) হেপারিন

ইউসিনোফিল

22. বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক একক কী?

A) পেলভিস

B) কর্টেক্স

C) নেফ্রন

D) গবিনী

নেফ্রন

23. মরফিন এর উৎস

A) সিঙ্কোনা

B) তামাক

C) আফিং

D) এফিড্রা

আফিং

24.  নিম্নলিখিত কোন্‌টি সংকটকালীন হরমোন?

A) অ্যাড্রিনালিন

B) থাইরক্সিন

C) কাইনিন

D) গ্লুকাগণ

অ্যাড্রিনালিন

25. মাছের দিক পরিবর্তনে সাহায্য করে—

A) পায়ুপাখনা

B) পুচ্ছপাখনা

C) শ্রেণী পাখনা

D) পৃষ্ঠপাখনা

পুচ্ছপাখনা