This is collection of important biology/ life science questions for competitive Exam like rail,SSC,PSC,Bank & Entrance exam like GNM & ANM Entrance. Here We are going to give you lots of fully solved biology / life science general knowledge aptitude question that has been asked frequently in several exams. This questions will increase your subject knowledge in depth. It will also be helpful for upcoming competitive exams or entrance tests.
Life Science Important Questions Answers
জীবন বিজ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর MCQ সেট -১
1 ) নীচের কোন রোগ টি রক্তের মাধ্যমে সংক্রমিত হয় ?
a) AIDS
b) হাম
c) পলিও
d) আন্ত্রিক
Ans : AIDS
2) প্রোটোপ্লাজমিও শ্বসনের শ্বসন বস্তু কনটি ?
a) ফ্যাট
b) শকরা
c) প্রোটিন
d) গ্লূকোজ
Ans : প্রোটিন
3) ভারতে কটি হটস্পট অঞ্চল আছে ?
a) একটি
b) দুটি
c) ছয়টি
d) চারটি
Ans : চারটি
4) আসিড বৃষ্টির পি এইচ কত ?
a) ৩.৪-৪.৬
b) ৫.৬-৬.৫
c) ৬.৫-৭.৫
d) ২.৪-৩.২
Ans a) ৩.৪-৪.৬
5. দেহের সবথেকে আয়তনে সমৃদ্ধ পেশী কোনটি ?
a) গ্যাসট্রীক নিমিয়ান
b) গ্লুটিয়াস ম্যাক্সিমাস
c) সারটেরিয়াল
d) বাইসেপ্স
Ans গ্লুটিয়াস ম্যাক্সিমাস
6. হিমোগ্লোবিনে কি আছে ?
a) লোহ
b) তামা
c) পারদ
d) ম্যগ্ননেসিয়াম (Mg)
Ans : লোহ
7. কোনটি তাতখোনিক পতিক্রিয়া নয় ?
a) লালা নিরগমন
b) পলকপাত
c) ঘর্ম নির্গমন
d) কোনটিই নয়
Ans : c) ঘর্ম নির্গমন
8. ইলিয়াম কোথায় দেখা যায় ?
a) পেক্টারাল গাডেল
b) মধ্যকর্ণ
c) ক্ষুদ্রান্ত
d) পেলভিক গার্ডেল
Ans : c) ক্ষুদ্রান্ত
9. মানুষের দেহের সব থেকে ছোট অস্থি হোল ?
a) ফিমার
b) স্টেপিস
c) মেলিয়াস
d) হিউমেরাস
Ans: b) স্টেপিস
10. এর মধ্যে নিউরন কোনটি ক্ষরণ করে না ?
a) এপিনেফ্রিক , নর এপিনেফ্রিক
b) GABA
c) আসিটাইল কলিন
d) লেপটিন
Ans : a) এপিনেফ্রিক , নর এপিনেফ্রিক
11. টায়ালিন উতসেচক টি পাওয়া যায় ?
a) লালারসে
b) পাকরসে
c) পিত্তরসে
d) অগ্ন্যাশয়
Ans : লালারসে
12. Packed Cell Volume (P.C.V) কোন যন্ত্রের সাহায্যে নিণর্য় করা হয় ?
a) হিমাটোক্রিট
b) ডগলাস ব্যাগ
c) ভিসকোমিটার
d) স্টেথোস্কোপ
Ans : a) হিমাটোক্রিট
13. ক্লোরফিল বি এর রাসায়নিক সঙ্কেত ?
a) C55H70O6N4Mg
b) C35H32O5N4Mg
c) C55H72O6N4Mg
d) C54H70O6N4Mg
Ans : a) C55H70O6N4Mg
14. আনোক্সিজেনিক ব্যাকটেরিয়া ?
a) রাইজোবিয়াম
b) ই- কোলাই
c) থাওব্যাসিলাস
d) ক্লস্টিডিয়াম
Ans : রাইজোবিয়াম
15. স্ত্রী এডিস মশা বাহিত রোগ ?
a) ম্যালেরিয়া
b) জাপানি এঙ্কেফেলাইটিস
c) ফাইলেরিয়া
d) ডেঙ্গু
Ans : d) ডেঙ্গু
16. AIDS রোগের ভাইরাস HIV কোন ধরণের নিউক্লিক অ্যাসিড ধারণ করে ?
a) RNA
b) DNA
c) RNA & DNA
d) None of this
Ans : a) RNA
17. ফ্যাটের তাপন মূল্য কতো ?
a) 4.1
b) 9.3
c) 6.4
d) 12.3
Ans : b) 9.3
18. মানুষের বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগ স্থলে কোন কপাটিকা পওয়া যায় ?
a) দ্বি পত্রক
b) ত্রিপত্রক কপাটিকা
c) অর্ধ চন্দ্র কপাটিকা
d) থিবাসিয়ান কপাটিকা
Ans : a) দ্বি পত্রক
19. STH এর অপর নাম ?
a) গ্রোথ হরমোন
b) আপাতকালিন হরমোন
c) সক্রিয় হরমোন
d) কোনটিই নয়
Ans : গ্রোথ হরমোন
20. উদ্ভিদ প্রোটিন সংশ্লেষণ করে কি থেকে?
a) স্টার্চ
b) চিনি
c) অ্যামাইনো অ্যাসিড
d) ফ্যাটি অ্যাসিড
Ans : অ্যামাইনো অ্যাসিড
21. নিচের কোনটি কোষ বিভাজনের প্রক্রিয়া?
a) হেটারোসিস
b) ফিউশন
c) মিয়োসিস
d) এগুলি কোনোটিই নয়
Ans : মিয়োসিস
22. নিম্নলিখিত লবণগুলির মধ্যে জলে কোনটির উপস্থিতিতে “Blue Baby Syndrome” দেখা যায় ?
a) সালফেট
b) ক্লোরাইড
c) কার্বনেট
d) নাইট্র্রেট
Ans : নাইট্র্রেট
23. মানব দেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে ?
a) লিভার
b) অন্ত্র
c) অগ্ন্যাশয়
d) স্কিন
Ans : a) লিভার
24. মানুষের চক্ষু দানের সময় দাতার চোখের কোন অংশটি নেওয়া হয় ?
a) রেটিনা
b) আইরিশ
c) কর্ণিয়া
d) লেন্স
Ans : কর্ণিয়া
25. কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্তজমাট বাঁধে না ?
a) হেপারিন
b) হিমোগ্লোবিন
c) ফাইব্রিন
d) থার্মোপ্রাস্টিন
Ans : হেপারিন