পশ্চিমবঙ্গ সরকারের অধীন স্বল্পকালীন বৃত্তিমূলক প্যারামেডিকেল প্রশিক্ষণ পাঠক্রমে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে |আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের বলব কিভাবে কারা এই স্বল্পকালীন বৃত্তিমূলক প্যারামেডিকেল কোর্সে ভর্তি হতে পারবেন এবং নিজেদের সঠিক ক্যারিয়ার গড়তে পারবেন |স্বল্প খরচের মধ্যে  রুলার ট্রেনিং সেন্টার S.T.V.T প্রোগ্রাম |

যে সমস্ত ছাত্র-ছাত্রী উচ্চ মাধ্যমিক পাশ করে স্বল্পকালীন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের ক্যারিয়ার গড়তে চাইছেন তাদের জন্য বলব যে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে বৃত্তিমূলক প্রশিক্ষণ যেটি শুরু হতে চলেছে 2022-23 শিক্ষাবর্ষের জন্য| 2022-2023 শিক্ষাবর্ষের জন্য আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে এক্স-রে এবং E.C.G Technician কোর্সে ভর্তির জন্য Form fillup শুরু হয়েছে|

Course NameShort Term Vocational Paramedical Training Courses under Govt. of West Bengal.
Course Duration06 Months
Available CourseX-Ray Technician, E.C.G Technician
Mode Of ApplicationOffline
Form Collection Date10-11-2022 to 30-11-2022 (Except Sunday, Saturday and holiday)
Form Submission Last Date02-01-2023 4 PM

Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)

  1. 01-01-2023 তারিখে প্রার্থীর নূন্যতম বয়স হতে হবে 17 বছর |
  2. উচ্চমাধ্যমিক পাশ হতে হবে|

Documents Required(প্রয়োজনীয় ডকুমেন্ট)

  1. দুটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো ও মাধ্যমিকের সার্টিফিকেট|
  2.  উচ্চ মাধ্যমিকের মার্কশীট |
  3. আধার কার্ড |
  4. সংরক্ষিত জাতি হলে শংসাপত্র এই প্রত্যেকটি ডকুমেন্টের সেল্ফ অ্যাটেস্টেড এবং দুই কপি করে জেরক্স আবেদনপত্রের সাথে জমা দিতে হবে|

Total Intake (মোট আসন সংখ্যা):

Total Seat : 40(UR -22,  SC-09, ST-02, OBC-A- 4,  OBC-B- 3)|

সংরক্ষণ ভুক্ত কোন আসনে প্রার্থী না থাকলে সেটি যোগ্যতা অনুযায়ী অন্যান্য শ্রেণী থেকে পূরণ করা হবে|

Course Fees:

ভর্তির জন্য বিবেচিত হলে কোর্স ফি বাবদ 6000 টাকা ভর্তির সময় এককালীন জমা দিতে হবে|

 এছাড়া কাউন্সিল রেজিস্ট্রেশন ফিও পরীক্ষার সময় আলাদা ভাবে জমা দিতে হবে|

স্থান :

Rural ট্রেনিং সেন্টার ,এস টি ভি  টি প্রোগ্রাম,  সি এম ও এইচ অফিস এর নিচের তলায় (পশ্চিম দিকে ), খোসবাগান, পূর্ব বর্ধমান,West Bengal

Official WebsiteClick Here
Visit Our Channel For More UpdatesVisit Now