Physical Science Important Questions answers for GNM ANM , Rail, SSC, BANK, and others Govt Exam.
Here you will get important MCQ Questions and answers from Physical Science (Unit & Measurements)
ভৌত রাশি
পরিমাপ করা যায় যেকোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলা হয়।
উদাহরণ : দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, গতিবেগ প্রভৃতি পরিমাপ করা যায় তাই এদের প্রত্যেকেই এক একটি ভৌত রাশি বলা হয়।
স্কেলার রাশি :
যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলা হয়। দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব, সময় প্রভৃতি এক একটি স্কেলার রাশি। এদের প্রত্যেকেরই মান আছে কিন্তু অভিমুখ নেই।
ভেক্টর রাশি:
যেসব রাশির মান এবং অভিমুখ আছে তাদের ভেক্টর রাশি বলে। বেগ, ত্বরণ,সরণ,ওজন, বল প্রভৃতি এক একটি ভেক্টর রাশি। এই সমস্ত রাশি গুলির মান অভিমুখ দুই- ই থাকে তাই এদের ভেক্টর রাশি বলা হয়।
একক
যখন কোন ভৌত রাশি কে সঠিকভাবে পরিমাপ করা হয় তখন ওই রাশিটির একটি নির্দিষ্ট পরিমান কে প্রমাণ হিসাবে ধরে প্রদত্ত রাশিকে পরিমাপ করা হয়। নির্দিষ্ট পরিমাণ কে ভৌত রাশির একক বলা হয়।
একক পরিমাপের চারটি পদ্ধতি বর্তমানে প্রচলিত আছে সেগুলি হল –
1. CGS বা মেট্রিক পরিমাপ পদ্ধতি
2. FPS ব্রিটিশ পরিমাপ পদ্ধতি
3. MKS পরিমাপ পদ্ধতি
4. SI বা আন্তর্জাতিক একক পরিমাপ পদ্ধতি
CGS বা মেট্রিক পরিমাপ পদ্ধতি
এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার ,ভরের একক গ্রাম এবং সময়ের একককে সেকেন্ড হিসাবে ধরা হয়।
FPS ব্রিটিশ পরিমাপ পদ্ধতি
এই পদ্ধতিতে দৈর্ঘ্য এর একক ফুট, ভরের একক পাউন্ড ও সময়ের একক সেকেন্ড হিসাবে ধরা হয়।
MKS পরিমাপ পদ্ধতি
এই পদ্ধতিতে দৈর্ঘ্য একক মিটার, ভরের একক কিলোগ্রাম, এবং সময়ের একক সেকেন্ড হিসেবে প্রকাশ করা হয়।
SI বা আন্তর্জাতিক একক পরিমাপ পদ্ধতি
এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার ভরের একক কিলোগ্রাম, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, সময়ের একক সেকেন্ড, উষ্ণতার একক কেলভিন, দীপন প্রাবল্যের একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক হল মোল ।
1)নীচের কোন্টি সবচেয়ে বড়ো একক ?
A) Km
B) আলোকবর্ষ
C) AU
C ) পারসেক
2)বস্তুর ভার যে যন্ত্রের সাহায্যে মাপা হয়—
স্প্রীং তুলা
ল্যাকটোমিটার
সাধারণ তুলা
মাপনী চোঙ
3)এস আই-তে ভরের একক কি ?
A) গ্রাম
B) লিটার
C) ফারেনহাইট
D) কিলোগ্রাম
4) আয়তনের একক কি ?
A) মূল একক
B) লব্ধ একক
C) একক হীন
D) উপরের কোনটিও নয়।
5) এস আই-তে কোনাে পদার্থের ঘনত্বের সাংখ্যমান সি জি এস পদ্ধতিতে ওই পদার্থের ঘনত্বের
A) সমান
B) বেশি
C) কম
6) বস্তুর ভর ( M ) , ঘনত্ব ( D ) ও আয়তন ( V ) এর মধ্যে সম্পর্ক হলো
- M = D.V
- V = M.D
- D = M.V
- M= V/D
7) কোনটি ভৌত রাশি ?
A) জল
B) কাঠ
C) শব্দ
D) ভর
8) এস আই-তে তাপমাত্রার একক হল—
- কেলভিন
- ডিগ্রী সেলসিয়াস
- পারসেক
- ক্যান্ডেলা
9) চাপের একক কি ?
A) নিউটন/মিটার2
B) নিউটন-মিটার
C) নিউটন
D) নিউটন/মিটার
10 ) মোট কতগুলি SI একক আছে ?
- 7
- 9
- 10
- 12
11) একটি মাত্রাহীন ভৌত রাশি হলো –
Aদৈর্ঘ্য
B) ভর
c) সময়
D) আপেক্ষিক গুরুত্ব
12) সোনা বা হীরের ভার মাপার জন্য কি একক ব্যবহার করা হয়
A) কেলভিন
B ) আম্পিয়ার
C ) ফারাদ(Farad)
D) ক্যারাট
13) উপগ্রহ উৎক্ষেপনকালে কোন ঘড়ির সাহায্যে নির্ভুল ভাবে সময় পরিমাপ করা হয় ?
A) স্টপওয়াচ
B) সাধারণঘড়ি
C) টাইমট্রেকার
D) মেট্রনাম
14) অনু, পরমাণুর ভার মাপার জন্য কি একক ব্যবহার করা হয় ?
A) সেন্টিমিটার
B ) মিটার
C ) amu / ডালটন
D ) au
15) পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করা হয় কোন এককে ?
A) অ্যাস্ট্রোনমিক্যাল এককে
B) অ্যাংস্ট্রম এককে
C) কিলোমিটার এককে
D) সবগুলিই
16 ) CGS , MKS , FPS , SI পদ্ধতিতে নিচের কোন রাশি একক একই হয় ?
A) দৈর্ঘ্য
B) বল
C) ত্বরণ
D) সময়
17 ) স্ক্রু গেজ যন্ত্র কেন ব্যবহার করা হয় ?
A) ক্ষুদ্র নির্ভুল দৈর্ঘ্য মাপার জন্য
B) সরু তারের ব্যাস মাপার জন্য
C ) গোলকের আয়তন মাপার জন্য
D) ফাঁপা নলের ব্যাসার্ধ মাপার জন্য
18 ) বস্তুর উচ্চতা পরিমাপের জন্য ব্যবহার করা হয় ?
A) আল্টিমিটার
B) ব্যারোমিটার
C) ক্রেস্কোগ্রাফ
D) DictaPhone
19 ) হাইড্রোমিটার কি জন্য ব্যবহৃত হয়?
A) তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করার জন্য
B) বৈদ্যুতিক কাজের উপস্থিতি নির্ণয়ের জন্য
C) উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের জন্য
D) উচ্চ উষ্ণতা পরিমাপের জন্য।
20) উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটি হল ?
A) ক্রেস্কোগ্রা (Creseograph)
B) মেগা ফন
C )ক্লান্তি মিটার
D) পাইরোমিটার
Visit Our YouTube Channel Techno Pedia LIVE for More Preparation for GNM ANM 2023 and others entrance and Govt Exam.
To join GNM ANM Entrance Preparation Class WhatsApp to --- 8972406444
More Practice Set --- Physical Science ( GNM ANM, BHA, SSC, Railway, Bank, Others Govt Exam)
Question Set 1 | Click Here |
Question Set 2 | Click Here |
Question Set 3 | Click Here |
Question Set 4 | Click Here |
Question Set 5 | Click Here |