Physical Science questions answers for GNM & ANM 2022 Entrance Exam.
Physical Science MCQ Questions & Answers for competitive exam. Class 10 Physical Science MCQ. Class 9 Life science Mcq.
This is collection of important biology/ physical science questions for competitive Exam like rail,SSC,PSC,Bank & Entrance exam like GNM & ANM Entrance. Here We are going to give you lots of fully solved biology / physical science general knowledge aptitude question that has been asked frequently in several exams. This questions will increase your subject knowledge in depth. It will also be helpful for upcoming competitive exams or entrance tests.
1) একটি পরিবেশ বান্ধব শক্তি হলো
A) সৌরশক্তি
B) বায়ু শক্তি
C) জল শক্তি
D) সবগুলি
Ans :D
2) সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে
A) দৃশ্যমান আলোক রশ্মি
B) অতিবেগুনি রশ্মি
C) গামা রশ্মি
D) অবলোহিত রশ্মি
Ans: D
3) নিম্নলিখিত কোন রশ্মি তাপীয় রশ্মি
A) অতিবেগুনি রশ্মি
B) কসমিক রশ্মি
C) গামা রশ্মি
D) অবলোহিত রশ্মি
Ans : D
4) সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় A) সমুদ্রে
B) মাটিতে
C) উদ্ভিদ দেহে
D) প্রাণীদেহে
Ans : C
5) সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়
A) ফটোভোলটাইক কোষে
B) সোলার কুকারে
C) প্রেসার কুকারে
D) ইলেকট্রিক মোটর
Ans: A
6) কোন উপাদানটি প্রাকৃতিক গ্যাস ও বায়োগ্যাস দুটোতেই বর্তমান
A) মিথেন
B) অক্সিজেন
C) ইথানল
D) কার্বন
Ans: A
7) Fire Ice হল
A) CO 2
B) মিথেন
C) মিথেন হাইড্রেট
D) মিথানল
Ans : C
8) সর্বপ্রথম মিথেন হাইড্রেট থেকে শক্তি আরোহণের সক্ষম দেশ হলো
A) ভারত
B) আমেরিকা
C) জার্মানি
D) জাপান
Ans: B
9) মেরুজ্যোতি যে বায়ু স্তরে দেখা যায় তা হল
A) ট্রপোস্ফিয়ার
B) স্ট্রাটোস্ফিয়ার
C) আয়োনোস্ফিয়ার
D) এক্সোস্ফিয়ার
Ans : C
10 ) বিশ্ব উষ্ণায়নের সবচেয়ে ক্ষতিকর প্রভাব কোনটি
A) সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি
B ) ফসলের উৎপাদন হ্রাস
C) দাবানলের প্রকোপ বৃদ্ধি
D) পানীয় জলের যোগান হ্রাস
Ans: A
11) কোন স্তরটি শান্ত মন্ডল বলা হয়
A) ট্রপোস্ফিয়ার
B) স্ট্রাটোস্ফিয়ার
C) মেসোস্ফিয়ার
D) থার্মোস্ফিয়ার
Ans : B
12) স্ট্রাটোস্ফিয়ার এর সর্বোচ্চ উষ্ণতা প্রায়
A) 0 ' C
B) 50' C
C) -30 ' C
D) None
Ans : A
13) বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি
A) মেসোস্ফিয়ার
B) ট্রপোস্ফিয়ার
C) মেসোস্ফিয়ার
D) থার্মোস্ফিয়ার
Ans: A
14) বায়ুমন্ডলের কোন স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি
A) ট্রপোস্ফিয়ার
B) স্ট্রাটোস্ফিয়ার
C) থার্মোস্ফিয়ার
D) মেসোস্ফিয়ার
Ans : A
15) বায়ুমন্ডলের কোন কোন স্তরের উচ্চতা বৃদ্ধির ফলে উষ্ণতা বৃদ্ধি পায়
A) ট্রপোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার
B) মেসোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার
C) থার্মোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার
D) স্ট্রাটোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার
Ans : D
16) নিম্নের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়
A) কয়লা
B) পেট্রোল
C) কাঠ
D) ডিজেল
Ans : C
17) নিম্নের কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি
A) পেট্রোল
B) কেরোসিন
C) ডিজেল
D) LPG
Ans : D
18) বায়ুমন্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীর আবর্তন করে
A) ট্রপোস্ফিয়ার
B) থার্মোস্ফিয়ার
C) মেসোস্ফিয়ার
D) এক্সোস্ফিয়ার
Ans : D
19) বাতাসে যে গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি তা হল
A) নাইট্রোজেন
B) অক্সিজেন
C) ওজন
D) হাইড্রোজেন
Ans : A
20) ঝড়-বৃষ্টি ,বজ্রপাত এগুলি যে স্তরে দেখা যায়
A) ট্রপোস্ফিয়ার
B) মেসোস্ফিয়ার
C) থার্মোস্ফিয়ার
D) এক্সোস্ফিয়ার
Ans : A
21) রাসায়নিক গঠন অনুযায়ী বায়ুমন্ডলকে ভাগ করা যায়
A) 5 ভাগে
B) 2 ভাগে
C) 3 ভাগে
D) 6 ভাগে
Ans : B
22) বায়ুমণ্ডলে ওজোন স্তরের ঘনত্ব পরিমাপক একক এর নাম
A) ডবসন
B) হার্ড
C) দারিন
D) ডেসিবেল
Ans : A
23) ওজন গহবর শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন
A) বিজ্ঞানী ফোরম্যান
B) ফেয়ারম্যান
C) রাদারফোর্ড
D) এদের কেউ না
Ans : A
24) পৃথিবীর কোন অঞ্চলে ওজোন স্তর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে
A) নিরক্ষীয় অঞ্চলে
B) সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে
C) মেরু অঞ্চলে
D) পাহাড়ি অঞ্চলে
Ans : C
25) অতিবেগুনি রশ্মির প্রভাবে CFC বিভাজিত হয়ে উৎপন্ন করে
A) CF2Cl2
B) CF2Cl
C) CFCl2
D) Cl
Ans : B
26) বায়ুমন্ডলের কোন স্তর জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে
A) ট্রপোস্ফিয়ার
B) স্ট্রাটোস্ফিয়ার
C) থার্মোস্ফিয়ার
D) মেসোস্ফিয়ার
Ans : A
27) কোনটি গ্রীন হাউস গ্যাস
A) O2
B) O3
C) H2
D) N2
Ans : B
28) বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ হলো
A) ক্লোরোফ্লোরো কার্বন নির্গমন
B) জীবাশ্ম জ্বালানির দহন
C) নাইট্রাস অক্সাইড নির্গমন
D) মিথেন গ্যাস নির্গমন
Ans : B
29) কোনটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ
A) প্রাকৃতিক গ্যাস
B) ভৌম জল
C) কয়লা
D) পেট্রোলিয়াম
Ans : B
30) বায়ুমন্ডলে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় থাকে
A) ম্যাগনেটোস্ফিয়ার
B) ট্রপোস্ফিয়ার
C) আয়নোস্ফিয়ার
D) থার্মোস্ফিয়ার
Ans : A
31) বায়ুমন্ডলের কোন স্তর টির আরেক নাম Kemosphere?
A) ট্রপোস্ফিয়ার
B)স্ট্রাটোস্ফিয়ার
C) ওজন স্পেয়ার
D) ম্যাগনেটোস্ফিয়ার
Ans : C
32) বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর টি হল
A) এক্সোস্ফিয়ার
B) ওজন স্পেয়ার
C) আয়োনোস্ফিয়ার
D) থার্মোস্ফিয়ার
Ans: A
33) বায়ুমণ্ডলের যে স্তর কে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়
A) ওজন স্পেয়ার
B) ট্রপোস্ফিয়ার
C) মেসোস্ফিয়ার
D)এক্সোস্ফিয়ার
Ans : A
Life Science Important MCQ Set : Click Here |