Physical Science Important MCQ for competitive exam. Class 10 physical Science MCQ Question & Answer
This is collection of important Physical Science questions for competitive Exam like rail,SSC,PSC,Bank & Entrance exam like GNM & ANM Entrance. Here We are going to give you lots of fully solved Physical science general knowledge aptitude question that has been asked frequently in several exams. This questions will increase your subject knowledge in depth. It will also be helpful for upcoming competitive exams or entrance tests. Madhyamik class 10th Physical Science Important MCQ
Physical Science Important Questions Answers Set -2
1.কোন্টিতে লোহা অনুপস্থিত ?
(a)ইনভার
(b)অ্যালনিকো
(c) স্টেইনলেস স্টিল
(d) জার্মান সিলভার
উত্তর: d
2. কোন্টি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া সম্ভব নয় ?
(a) Na
(b) Pt
(c) Au
(d) Ag
উত্তর: a
3. কোন্টির রাসায়নিক সক্রিয়তা সবচেয়ে বেশি?
(a)Al
(b) Zn
(c) Fe
(d) Cu
উত্তর: a
4. কোন্টির রাসায়নিক সক্রিয়তা সবচেয়ে কম?
(a)Na
(b) Mg
(c) Cu
(d) Zn
উত্তর: c
5. থার্মিট মিশ্রণ হল-
(a) Al2O3 + Fe
(b)Fe2O3 + Al
(c) Fe2O3 + Al2O3
(d) Al+ Fe
উত্তর: b
6. তড়িৎ রাসায়নিক শ্রেণিতে কোন্ ধাতুটি Fe-এর
নীচে অবস্থিত
(a) Na
(b) Mg
(c) Cu
(d) Al
উত্তর: c
7. মরচে গঠনকালে কোন আয়নের উপস্থিতিতে জলে দ্রবীভূত O2 অণুর বিজারণ সংঘটিত হয়
(a) Fe 2+
(b) Fe
(c) Fe 3+
(d) H+
উত্তর: d
8.মরচে প্রতিরোধ করার জন্য লোহার পাইপের সঙ্গে
Mg ব্লক যুক্ত করা হয়, কারণ—
(a) Mg এর তড়িৎ ধনাত্মকতা Fe অপেক্ষা বেশি
(b)Mg এর জারিত হওয়ার প্রবণতা Fe অপেক্ষা বেশি
(c)a ও b উভয়ই
(d) কোনোটিই নয়
উত্তর: b
9.গ্যালভানাইজড আয়রন হল প্রকৃতপক্ষে –
(a) Zn প্রলিপ্ত আয়রন
(b) Sn-প্রলিপ্ত আয়রন
(c) Ni-প্রলিপ্ত আয়রন
(d) Cr প্রলিপ্ত আয়রন
উত্তর: a
10.খোলা হাওয়ায় রাখলে তামা ও তামার অধিকাংশ সংকর ধাতুর পৃষ্ঠতলে যে সবুজ আস্তরণ সৃষ্টি হয় তা হল—
(a) অ্যাসিডিক কপার হাইড্রক্সাইড
(b) বেসিক কপার নাইট্রেট
(c) বেসিক কপার কার্বনেট
(d) অ্যাসিডিক কপার সালফেট
উত্তর: c
11.কোন্ ধাতুটিকে ‘আত্মরক্ষায় সমর্থ’ ধাতু বলা হয়—
(a) Al
(b) cu
(c) Na
(d) Fe
উত্তর: a
12. কাঁসা বা বেল মেটালের উপাদান হল-
(a) Cu+Zn
(b) Cu+Sn
(c) Zn+Sn
(d) Zn+Ni
উত্তর: a
13 . ডুরালুমিন-এর প্রধান উপাদান কোনটি
(a) Cu
(b) Mn
(c) Mg
(d) Al
উত্তর: d
14. অ্যালনিকোর প্রধান উপাদান কোনটি ?
(a) Fe
(b) Al
(d) Ni
(d) Co
উত্তর: a
15 . CuSO4-এর জলীয় দ্রবণে লোহার ছুরি রাখলে কোন্ বিক্রিয়াটি ঘটে -
(a) Cu -2e → Cu+²
(b) Cu+² +2e → Cu
(c) Fe+² +2e→ Fe
(d) Fe+³ +3e → Fe
উত্তর: b
16.নীচের কোন্টি মরচে নিবারণের উপায় নয়—
(a) রং-এর প্রলেপ দেওয়া (b)Mg -ব্লক ব্যবহার
(c) গ্যালভানাইজেশন
(d) MgCl2 এর দ্রবণে ডুবিয়ে রাখা
উত্তর: d
17. ক্ষারকীয় জিংক কার্বনেটের রং—
(a) কালো
(b) সাদা
(c) নীল
(d)হলুদ
উত্তর: b
18. স্টেইনলেস স্টিলে লোহা ছাড়া অন্যতম উপাদান হল—
(a)Cr
(b)Zn
(c)Na
(d) Cu
উত্তর: a
19 .সোনা নিষ্কাশনে ব্যবহৃত হয়—
(a) AL
(b)Zn
(c)Fe
(d) Cu
উত্তর: b
20. জার্মান সিলভারের প্রধান উপাদান
(a) Ag
(b) Cu
(c) Fe
(d) Zn
উত্তর: b
21. জিংক-এর আকরিক হল—
(a) বক্সাইট
(b)ক্যালামাইন
(c) ক্রায়োলাইট
(d)ম্যাগনেটাইট
উত্তর: b
22.আয়রনের আকরিক হল—
(a)বক্সাইট
(b)ক্যালামাইন
(c)ক্রায়োলাইট
(d)ম্যাগনেটাইট
উত্তর: d
23. অনার্দ্র গলিত অ্যালুমিনার তড়িদবিশ্লেষণে কী কী পদার্থ উৎপন্ন হয় ?
(a) Al, O2
(b) Al ,Cl₂
(c)H2 , O 2
(d) H2, Cl2
উত্তর: a
24. কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় কোন ধাতু কে ?
(a) Na
(b) Ca
(c) Fe
(d) Al
উত্তর: c
25. স্বতঃবিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়—
(a) Cu
(b) Fe
(c) Zn
(d) Al
উত্তর: a