Physical Science Important MCQ for competitive exam. Class 10 physical Science MCQ Question & Answer

This is collection of important Physical Science questions for competitive Exam like rail,SSC,PSC,Bank & Entrance exam like GNM & ANM Entrance. Here We are going to give you lots of fully solved Physical science general knowledge aptitude question that has been asked frequently in several exams. This questions will increase your subject knowledge in depth. It will also be helpful for upcoming competitive exams or entrance tests. Madhyamik class 10th Physical Science Important MCQ

Physical Science Important Questions Answers Set -03

1) একটি স্কেলার রাশির উদাহরণ-

A) বেগ

B) বল

C) ভরবেগ

D) শক্তি

শক্তি

2) আলোকবর্ষ নীচের কোন রাশির একক-

A) দূরত্ব

B) আলোর তীব্রতা

C) সময়

D) শক্তি

 দূরত্ব

3) আয়নীয় যৌগের গলনাঙ্ক সাধারণত সমযোজী যৌগের গলনাঙ্কের তুলনায়—

(a) কম হয়  

(b) বেশি হয়

(c)সমান হয়

(d) বেশি বা কম হতে পারে

বেশি হয়

4) চকচকে স্টিলের বাটির ভেতরের পৃষ্ঠ আচরণ করে—

(a) অবতল দর্পণের মতো

(b) উত্তল দর্পণের মতো

(c) সমতল দর্পণের মতো

(d) উত্তল লেন্সের মতো

উত্তল লেন্সের মতো

5) একই উষ্মতা এবং একই চাপে সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, -এটি কার বিবৃতি ?

(a) বয়েল ও চার্লসের সংযোগসূত্র

(b) চার্লস সূত্র

(c) অ্যাভোগাড্রো সূত্র

(d) বয়েল সূত্র

অ্যাভোগাড্রো সূত্র

6) হিটারের কুণ্ডলীতে ব্যবহৃত ধাতুটি হল–

(a) তামা

(b) অ্যালুমিনিয়াম

(c) টাংস্টেন

(d) নাইক্রোম

নাইক্রোম

7) সর্বপ্রথম কার্বনের যোজ্যতার সমতুলকীয় মডেলের প্রস্তাবনা করেন

(a) বাজেলিয়াস এবং লেমেরি

(b)কোলবে এবং বার্থেলট

(c) ভোলার এবং রাদারফোর্ড

(d) ভ্যান্টন্ট হফ এবং লা বেল

ভ্যান্টন্ট হফ এবং লা বেল

8) নিজের কোন্‌টি তড়িদবিশ্লেষ্য পদার্থ ?

(a) বিশুদ্ধ জল

(b) গলিত সোডিয়াম ক্লোরাইড

(c) কঠিন সোডিয়াম ক্লোরাইড

(d) গ্যাসীয় হাইড্রোজেন ক্লোরাইড

গলিত সোডিয়াম ক্লোরাইড

9) রুপো, তামা, লোহা এবং কাচের মধ্যে তাপ পরিববাহিতা সবচেয়ে বেশি –

(a) তামার

(b) লোহার

(c) রুপোর

(d) কাচের

রুপোর

10) মরচে প্রতিরোধ করার জন্য লোহার পাইপের সঙ্গে

Mg ব্লক যুক্ত করা হয়, কারণ—

(a) Mg এর তড়িৎ ধনাত্মকতা Fe অপেক্ষা বেশি

(b)Mg এর জারিত হওয়ার প্রবণতা Fe অপেক্ষা বেশি

(c)a ও b উভয়ই  

(d) কোনোটিই নয়

Mg এর জারিত হওয়ার প্রবণতা Fe অপেক্ষা বেশি

11) গ্লোবাল ওয়ার্মিং-এ বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের অবদানের সঠিক ক্রমানুসার হল—

(a) CO2 > H20 > CH4 > CFC

(b) CO2>CH4 > CFC > H2O

(c) CO2 > H 2 O > CFC > CH4

(d) CO2 > CFC  > H2O > CH4

CO2>CH4 > CFC > H2O

12) প্রেসার-কুকার যন্ত্রে রান্না দ্রুত হয়, কারণ অভ্যন্তরীণ বাষ্পচাপ

A) স্ফুটনাঙ্ককে হ্রাস করে তোলে

B) স্ফুটনাঙ্ককে বৃদ্ধি করে তোলে

C) লীনতাপ সরবরাহ করে

D) কোনোটিই নয়

স্ফুটনাঙ্ককে বৃদ্ধি করে তোলে

13) কোন পরিবাহীর দুই প্রান্তের বিভদ প্রভেদ বাড়লে পরিবাহীতে তড়িৎ প্রবাহমাত্রা

A) কমে

B) বাড়ে

C) একই থাকে

D) কোনোটিই নয়

বাড়ে

14) শব্দের উৎসকে বলে—

A) প্রাবল্য

B) তীক্ষ্ণতা

C) স্বনক

D) স্বর

স্বনক

15) এক millimol ইলেকট্রন বলতে কী বোঝায়?

(a)6.022 × 10^23 সংখ্যক ইলেকট্রন

(b) 6.022 × 10^22 সংখ্যক ইলেকট্রন

(c) 6.022 × 10^21 সংখ্যক ইলেকট্রন

(d) 6.022 × 10^20 সংখ্যক ইলেকট্রন

6.022 × 10^20 সংখ্যক ইলেকট্রন