Important Physical Science Questions answer for GNM & ANM Entrance Exam 2021
1.কোন্টিতে লোহা অনুপস্থিত ?
(a)ইনভার
(b)অ্যালনিকো
(c) স্টেইনলেস স্টিল
(d) জার্মান সিলভার
উত্তর: d
2. কোন্টি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া সম্ভব নয় ?
(a) Na (b) Pt (c) Au (d) Ag
উত্তর: a
3. পদার্থকে উত্তপ্ত করলে তার-
(a) সংকোচন হয়
(b) প্রসারণ হয়
(c) ঘনত্ব অপরিবর্তিত থাকে
(d) আকার অপরিবর্তিত থাকে
উত্তর: b
4.পরিবহণ পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়—
(a) কঠিন পদার্থে
(b) তরল পদার্থে
(c) গ্যাসীয় পদার্থে
(d) শূন্যে
উত্তর: a
5.শূন্যস্থানের তাপ পরিবাহিতা—
(a) 0
(b) 1
(c) 4
(d) অসীম
উত্তর: a
6.কৃত্রিম উপায়ে তৈরি প্রথম জৈব যৌগটি হল –
(a)ইউরিয়া.
(b)বেঞ্জিন
(c)মিথেন
(d)ল্যাকটিক অ্যাসিড
উত্তর: a
7.অধিকাংশ যৌগের মূল উপাদান মৌলদুটি হল-
(a) C,O
(b) C,N
(c) C,P
(d)C,H
উত্তর: d
8. যে বিজ্ঞানী প্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করতে সফল হন, তিনি হলেন-
(a) লেমেরি
(b) কোলবে
(c)বাজেলিয়াস
(d)ভোলার
উত্তর: d
9.যে অজৈব যৌগ থেকে প্রথম জৈব যৌগ কৃত্রিমভাবে তৈরি করা হয় সেটি হল—
(a)অ্যামোনিয়াম ফসফেট
(b)অ্যামোনিয়াম ক্লোরাইড
(c) অ্যামোনিয়াম সায়ানেট
(d)অ্যামোনিয়াম সালফেট
উত্তর: c
10.অ্যামোনিয়াম সায়ানেট এর উত্তাপনের ফলে ইউরিয়া উৎপাদনের ক্ষেত্রে-
(a) CO2 গ্যাস নির্গত হয়
(b) N2 গ্যাস নির্গত হয়
(c) জলীয় বাষ্প নির্গত হয়
(d) কোনো গ্যাস বা বাষ্প নির্গত হয় না
উত্তর: d