Powe Grid invites online applications from eligible candidates for recruitment of Apprenticeship in different trade for one year duration basis

কলকাতা পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের করা হয়েছে । ভারত সরকারের অধীনস্থ পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড -এর ইস্টার্ন রিজিয়ন ট্রান্সমিশন সিস্টেম- II তে এক বছরের জন্য এপ্রেন্টিস নিয়োগ করা হবে। ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ট্রেডের  ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন। অনলাইনে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন।

আসুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ আবেদন পক্রিয়া

আবেদনের সময়সীমা

আবেদন শুরু –              ২১.০৭.২০২১

আবেদন এর শেষ তারিখ -    ২০.০৮.২০২১

আবেদন পদ্ধতি

Online এ করা যাবে আবেদন ( Official website : www.powergrid.in )

বাছাই পাদ্ধতি (Selection Process)

বিভিন্ন পদের জন্য উল্লেখিত বিভাগে প্রাপ্ত নাম্বার এর ভিত্তিতে বাছাই করা হবে।

পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগ- ক্লিক করুন

দেখে নিন কোন কোন পদে নিয়োগ কারা হবে

Graduate Engineer Trainee

পদের নাম- গ্রাজুয়েট ইলেকট্রিক্যাল ( Electrical Engineering)
শূন্যপদ- মোট ১৫ টি। (SC- ৩, OBC- ৪, UR- ৮)
শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চার বছরের B.E/ B. Tech/ B. Sc (Engg)
স্টাইপেন্ড- প্রতি মাসে ১৫,০০০/- টাকা।  
পদের নাম- গ্রাজুয়েট সিভিল ( Civil Engineering)
শূন্যপদ-  ৩ টি। (SC- ১,OBC- ১,UR- ১)
শিক্ষাগত যোগ্যতা- সিভিল ইঞ্জিনিয়ারিং -এ চার বছরের B.E/ B. Tech/ B. Sc (Engg)
স্টাইপেন্ড- প্রতি মাসে ১৫০০০ টাকা।  
পদের নাম- গ্রাজুয়েট ইলেকট্রনিক্স/ টেলিকম ( ECE or ETCE)
শূন্যপদ-  ৩ টি। (SC- ১,UR- ২)
শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রনিক্স/ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ চার বছরের B.E/ B. Tech/ B. Sc (Engg)
স্টাইপেন্ড- প্রতি মাসে ১৫,০০০/- টাকা।  
পদের নাম- গ্রাজুয়েট কম্পিউটার সাইন্স
শূন্যপদ-  ২ টি। (SC- ১,UR- ১)
শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি তে চার বছরের B.E/ B. Tech/ B. Sc (Engg) স্টাইপেন্ড- প্রতি মাসে ১৫,০০০/- টাকা।  

Diploma Engineer Trainee

পদের নাম- ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ( Electrical Engineering)
শূন্যপদ- মোট ২০ টি। (SC- ৫, ST -১ OBC- ৪, UR- ১০)
শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা
স্টাইপেন্ড- প্রতি মাসে ১২,০০০/- টাকা।  
পদের নাম- ডিপ্লোমা সিভিল
শূন্যপদ- মোট ১০ টি। (SC- ২, ST -১ OBC- ২, UR- ৫)
শিক্ষাগত যোগ্যতা- সিভিল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা
স্টাইপেন্ড- প্রতি মাসে ১২,০০০/- টাকা।  

ITI Trainee

পদের নাম- ITI  ইলেকট্রিক্যাল
শূন্যপদ- মোট 10 টি। (SC- 2, ST -১ OBC- 2, UR- ৫)
শিক্ষাগত যোগ্যতা- ITI  ইলেকট্রিক্যাল ফুল টাইম কোর্স  
স্টাইপেন্ড- প্রতি মাসরস ১১,০০০/- টাকা।  

HR Executive (Payroll and Employee Data Management)

পদের নাম- HR এক্সিকিউটিভ
শূন্যপদ- মোট ৩ টি। (OBC- ১,UR- ২)
শিক্ষাগত যোগ্যতা- পার্সোনাল ম্যানেজমেন্ট/ পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন তে দু বছরের MBA/ MSW/ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা।
স্টাইপেন্ড- প্রতি মাসে ১৫০০০ টাকা।

Click Here to Apply

Official Notification

পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগ- ক্লিক করুন