Admission in UBKV for B.Sc in Agricuulture & B.Sc in Horticultre for 2021-22 academic year

যে সমস্ত শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষার পর তোমরা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে চাও অর্থাৎ বিএসসি এগ্রিকালচার ( B.Sc in Agricuulture ) অথবা বিএসসি ইন হর্টিকালচার( B.Sc in Horticultre) কোর্স নিয়ে ভর্তি হতে চাও তোমাদের জন্য 2021- 2022 শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ করে দিচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। 2021-22 শিক্ষাবর্ষে ভর্তির জন্য উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তরফ থেকে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। আমাদের এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখো এবং জেনে নাও যে কারা কারা এক্ষেত্রে আবেদন করতে পারবে এবং তোমাদের কি শিক্ষাগত যোগ্যতা দরকার কত পার্সেন্টেজ নাম্বার লাগবে এবং কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে সেই সমস্ত কিছু খুঁটিনাটি আপডেট পেয়ে যাবে আজকের এই প্রতিবেদনটিতে।

কোন কোন কোর্সে ভর্তি হবে?

B.Sc. (Hons.) Agriculture ( মোট আসন ৯৬ টি )

B.Sc. (Hons.) Horticulture(  মোট আসন ৩০ টি )

আবেদনের শিক্ষাগত যোগ্যতা

উপরিক্ত দুটি কোর্স এর জন্যই প্রার্থীকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় 60 শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে এবং যে সমস্ত পরীক্ষার্থী SC / ST এবং PWD ক্যাটাগরির অন্তর্গত তাদেরকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় 55 শতাংশ নম্বরে পাশ করতে হবে।

এবং উচ্চমাধ্যমিকে 60 শতাংশ নম্বরে পাশ করতে হবে তার সঙ্গে সাবজেক্ট থাকতে হবে Physics, Chemistry এবং Biology/ Agriculture / Horticulture.

এবং প্রার্থী যদি SC / ST / PWD হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে 50% নাম্বার থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

ONLINE

আবেদন শুরু

26.07.2021

আবেদনের শেষ তারিখ

15.08.2021

Merit List প্রকাশিত হবার তারিখ

পরে জানানো হবে

Counselling & Admission

পরে জানানো হবে

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

  1. Passport size recent colour photograph - size 50kb-100kb
  2.  Signature of the candidate- size 20kb- 50kb
  3. Self-attested copy of proof of date of birth i.e., either Birth certificate from competent authority or admit card of Madhyamik/equivalent (10th) examination (Size 200 kb -300 kb)
  4. Self-attested copy (both side) of mark sheet of Madhyamik/equivalent (10th) examination (Size 200 kb -300 kb)
  5. Self-attested copy (both side) of mark sheet of Higher Secondary/equivalent (10+2) examination (Size 200 kb -300 kb)
  6. Self-attested copy of SC/ST/OBC [non–creamy layer certificate issued within last one year from competent authority.] /PWD certificate. (Size 200kb-300kb)
  7. Self-attested copy of Residential/Domicile certificate from competent authority in terms of clause 7 of “Prescribed format for Domicile Certificate” available in University website. (Size 200 kb -300 kb).

Download Official Notification

Apply Online

WB Postal Recruitment 2021 To Apply Click Here