West Bengal post office recruitment 2021 has been released. Check application process, Eligibility, educational qualification before apply.
আপনি কী মাধ্যমিক পাশ? চাকরী খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত একটি চাকরির খবর।
কোনো পরীক্ষা ছাড়াই শুধুমাত্র আপনার মাধ্যমিকের নাম্বার এর ভিত্তিতে আপনি পেতে পারেন কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগের চাকরী।
ভারতীয় ডাকবিভাগে (India Post) মাধ্যমিক পাশ যোগ্যতাতেই পশ্চিমবঙ্গে ডাকসেবক হিসাবে ২ হাজার ৩৫৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী ১৯ আগস্টের মধ্যে আগ্রহীকে আবেদন করতে হবে।
আসুন জেনে নেওয়া যাক সমস্ত খুঁটিনাটি তথ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদন ফি,আবেদনের সময় সীমা
আবেদনের শেষদিন -
১৯ আগস্টের মধ্যে Online এ করতে হবে আবেদন। আবেদন করতে হলে যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইট appost.in
আবেদনের ফি -
১০০ টাকা আবেদনের ফি হিসাবে লাগবে। তবে মহিলা এবং রূপান্তরিতদের আবেদনে কোনও ফি লাগবে না।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে। এছাড়াও আবেদনকারীকে স্থানীয় ভাষা লিখতে, বলতে এবং পড়তে পারায় সাবলীল হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। সরকারি নির্দিষ্ট নিয়মানুযায়ী বয়সে নির্দিষ্ট ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি:
appost.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।
কোন কোন পদে নিয়োগ হবে ?
১) ব্রাঞ্চ পোস্টমাস্টার
২) ডাক সেবক
৩) সহকারী ব্রাঞ্চ পোস্টমাস্টার
বেতন -
Category | Minimum TRCA for 4 Hours/Level 1 in TRCA Slab | Minimum TRCA for 5 hours/Level 2 in TRCA slab |
BPM | Rs.12,000/- | Rs.14,500/- |
ABPM/Dak Sevak | Rs.10,000/ | Rs.12,000/ |
বাছাই পদ্ধতি (SELECTION CRITERIA)
মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে
Click here to apply Online
Download Official Notification