WBJEE JENPAS - UG 2021 Admit Card Download | How to download Jenpas - ug 2021 admit card

তোমরা যে সমস্ত পরীক্ষার্থী এবছর 2021 এ WBJEE JENPAS UG এক্সামের জন্য আবেদন করেছিলে তোমাদের সেই এন্ট্রান্স পরীক্ষার এডমিট কার্ড প্রকাশিত হবে 26 শে জুলাই থেকে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই হল লেটার বা এডমিট কার্ড ডাউনলোড করা যাবে। পরীক্ষার দিন প্রত্যেক পরীক্ষার্থীকে এই অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট এবং তার সঙ্গে একটি কালার ফটোগ্রাফ এবং ফটো আইডেন্টিটি কার্ড অরিজিনাল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।

এবছর COVID অতিমারির জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এই পরীক্ষার তারিখ পিছিয়ে আনা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি পরিবর্তন করে নতুন পরীক্ষার তারিখ ধার্য করা হয়েছে 31 শে জুলাই 2021।

WBJEE JENPAS -UG Important Dates

অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে

26.07.2021 থেকে 31.07.2021 পর্যন্ত

পরীক্ষার তারিখ

31.07.2021( Sunday)

রেজাল্ট

পরে জানানো হবে

পরীক্ষা সূচী

31.07.2021

11.00 AM to 12.30 PM - Physics & Chemistry

2.00 PM to 3.30 PM - Biological Science

কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেই পদ্ধতি দেখে নাও

1) প্রথমে এই পেইজে দেওয়া যে লিংক রয়েছে সে লিংকটিতে ক্লিক করো

2) তারপর তোমাকে নিয়ে যাওয়া হবে অফিশিয়াল ওয়েবসাইটে ওখানে গিয়ে যে লগইন বক্স পাবে সেই লগইন বক্সে ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড ও সিকিউরিটি পিন এন্টার করতে হবে

3) তারপর সাইন-ইন অপশনটিতে ক্লিক করতে হবে তারপরই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য উপযুক্ত লিংক ওপেন হয়ে যাবে।

4) এরপর ক্যান্ডিডেট কে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে এবং এটির প্রিন্ট আউট বের করে নিতে হবে ভবিষ্যতের জন্য।

কেউ যদি অ্যাপ্লিকেশন নাম্বার অথবা পাসওয়ার্ড ভুলে যাও তাহলে কিভাবে সেটি প্রাপ্ত করবে?

যদি তুমি তোমার অ্যাপ্লিকেশন নাম্বার অথবা পাসওয়ার্ড ভুলে যাও তাহলে সেক্ষেত্রে তুমি যে লিঙ্কটা তে ক্লিক করবে সেই লিংকে ক্লিক করার পর এখানে ফরগেট পাসওয়ার্ড এবং ফরগেট অ্যাপ্লিকেশন নাম্বার বলে দুটো অপশন পাওয়া যাবে এই অপশনগুলি তে ক্লিক করে তুমি তোমার অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত করতে পারবে।

পরীক্ষার দিন অ্যাডমিট কার্ডের সাথে আর কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে

1) অ্যাপ্লিকেশনের সময় আপলোড করা একটি কালার ফটোগ্রাফ

2) ফটো আইডি প্রুফ অরিজিনাল।

যেমন

i) আধার কার্ড

ii) প্যান কার্ড

iii) পাসপোর্ট

iv) ভোটার কার্ড

v) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড

vi) বিদ্যালয়ের আই কার্ড

JENPAS - UG 2021 Exam Pattern

পরীক্ষা পদ্ধতি : পরীক্ষাটি অফলাইন এ সম্পন্ন হবে।

প্রশ্ন কোন ভাষায় হবে?

প্রশ্নপত্রটি বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই থাকবে

পরীক্ষার সময়

পরীক্ষাটির দুটো পেপার থাকবে প্রত্যেক পেপার এর জন্য দু ঘণ্টা করে সময় দেওয়া হবে

মোট প্রশ্নের সংখ্যা

পরীক্ষাটিতে প্রত্যেক পেপারের জন্য 50 টি করে প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্ন MCQ টাইপের হবে

প্রশ্নের মান

প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 2 নাম্বার করে ধার্য করা হবে এবং প্রত্যেকটি ভুল উত্তরের এর জন্য 0.5 নম্বর করে কাটা হবে।

Section wise marks Distribution

PaperSubject of ExamQuestionsMarks
Paper 1Physics & Chemistry50100
Paper 2Biological science50100
Total 100200

 

WBJEE JENPAUH 2021 Exam Centre

  1. হাওড়া
  2. কল্যাণী
  3. দুর্গাপুর
  4. বর্ধমান
  5. কোচবিহার
  6. শিলিগুড়ি
  7. কলকাতা - কেন্দ্রীয়
  8. উত্তর / সল্টলেক
  9. দক্ষিণ কলকাতা
  10. মালদা
  11. হলদিয়া
  12. খড়গপুর
  13. বাঁকুড়া
  14. আসানসোল
  15. শ্রীরামপুর
  16. বেরহামপুর

Click Here to Download JENPAS-UG 2021 Admit Card