আপনি যদি একজন কর্ম প্রার্থী হন তাহলে আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি নতুন চাকরির খবর যেখানে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগ এর তরফ থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল নিয়োগ করতে চলেছে মেডিকেল টেকনোলজিস্ট এবং স্টাফ নার্স, মেডিকেল অফিসার। আগ্রহী প্রার্থীদের 22 এ সেপ্টেম্বর এরমধ্যে আবেদন করতে হবে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন পদে নিয়োগ করা হবে এবং কারা আবেদন করতে পারবেন তার সঙ্গে সঙ্গে আবেদনের সমস্ত প্রক্রিয়া ও আবেদনের ফ্রম।

Recruitment AuthorityWB Health Department
Post NameStaff Nurse, Medical Officer, Medical Technologist (Lab).
Application ProcessOffline
Age Limit21-60
Official WebsiteWbhealth.gov.in
Application Last Date22.09.2021
Selection ProcessWritten Exam & Interview
Salary ScaleMedical Officer -50,000 Staff Nurse-         13,000 Medical Technologist-   13,000

কোন বিভাগে কত শূন্যপদ

মেডিক্যাল অফিসার৩টি

মেডিক্যাল টেকনোলজিস্ট১টি
স্টাফ নার্স২টি

আবেদনের যোগ্যতা---

মেডিক্যাল অফিসার:

  • এমবিবিএস।
  • অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

মেডিক্যাল টেকনোলজিস্ট:

  • মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা/ডিগ্রি ।
  • ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

স্টাফ নার্স

  • ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের (WBNC) অন্তর্ভুক্ত যেকোন প্রতিষ্ঠান থেকে ডিগ্রি(B.Sc)/ডিপ্লোমা (GNM) কোর্স করা থাকলে আবেদন করতে পারেন।
  • অন্তত 3 বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

আবেদনের পদ্ধতি
উপরে উল্লেখিত পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। তারপর তা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
নোডাল অফিসার, আর্ট সেন্টার, অফিস অফ দ্য প্রিন্সিপাল, নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, শুশ্রুতনগর, দার্জিলিং, পিন কোড: ৭৩৪০১২।

আবেদনপত্র জমার শেষ দিন
২২ সেপ্টেম্বরের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে।

কিভাবে প্রার্থী বাছাই করা হবে ?

মেডিকেল অফিসার পদের জন্য 70 % নম্বর সংরক্ষিত থাকবে একাডেমিক পারফরম্যান্স এবং অভিজ্ঞতা আর বাকি 30 শতাংশ নম্বর ইন্টারভিউ।

মেডিকেল টেকনোলজিস্ট এবং স্টাফ নার্স এই পদগুলির জন্য 70 শতাংশ লিখিত এবং বাকি 30 শতাংশ ইন্টারভিউ র মাধ্যমে বিবেচিত হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

1) প্রার্থীর স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ

2) মাধ্যমিকের এডমিট কার্ডের জেরক্স অথবা জন্ম প্রমাণপত্র

3) আধার কার্ডের জেরক্স

4) আবেদনকারীর ঠিকানা প্রমাণপত্র

5) SC/ ST/ OBC/ PWD সার্টিফিকেট যাদের ক্ষেত্রে প্রযোজ্য

6) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট

7) মেডিকেল অফিসার, মেডিকেল টেকনোলজিস্ট, স্টাফ নার্স এই সমস্ত যোগ্যতার সার্টিফিকেট

Wb Health Official WebsiteClick Here To Visit
Download Recruitment NotificationClick Here To Download
Download Application FormClick Here To Download